বিজিবির অভিযানে ১০৬ বোতল মদসহ প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
গাজী হাবিব: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৬ বোতল ভারতীয় মদসহ প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির আভিযানিক দল পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈকারী, ঘোনা, চান্দুরিয়া, কাকডাঙ্গা, কালিয়ানী, সুলতানপুর, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, তলুইগাছা ও মাদরা বিওপি এলাকায় অভিযান চালানো হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপি দল কলারোয়া উপজেলার কাদপুর আমবাগানে ২৫ বোতল, তলুইগাছা বিওপি ২১ বোতল, কাকডাঙ্গা বিওপি দখলের মোড় থেকে ৪০ বোতল এবং মাদরা বিওপি রাজপুর এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এছাড়া বিভিন্ন বিওপির পৃথক অভিযানে প্রায় ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। বৈকারী বিওপি: সাতক্ষীরা সদর উপজেলার নতুন পাড়া এলাকা থেকে ৭০,০০০ টাকার ঔষধ, ঘোনা বিওপি: কলারোয়া উপজেলার মাঝের হাটি এলাকা থেকে ৭০,০০০ টাকার ঔষধ, কাকডাঙ্গা বিওপি: ছবেদ আলী মোড় এলাকা থেকে ৩,৫০,০০০ টাকার ঔষধ, কালিয়ানী বিওপি: ছয়ঘরিয়া এলাকা থেকে ৭০,০০০ টাকার ঔষধ, সুলতানপুর বিওপি: আমবাগান এলাকা থেকে ১,৪০,০০০ টাকার ঔষধ এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প: মজুমদার খাল এলাকা থেকে ৩১,৫০০ টাকার ঔষধ আটক করে।
৩৩ বিজিবি অধিনায়ক জানিয়েছেন, জব্দকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরিভুক্ত করে জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষণ করা হয়েছে। অন্যান্য ভারতীয় পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবির এই বিশেষ অভিযানে সীমান্ত এলাকার নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।