অনলাইনকালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলা

উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কাউন্সিল সম্পন্ন

কালিগঞ্জ ব্যুরো: উত্তেজনা ও নেতৃত্বের দ্বন্দ্ব থাকলেও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জের কৃষ্ণনগর, বিষ্ণুপুর ও তারালী ইউনিয়ন এর ওয়ার্ড কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।

তিনটি ইউনিয়নের ২৭ ওয়ার্ডের মধ্যে ২৬ টিতে সরাসরি গোপন ব্যালটে ভোটের মাধ্যমে ও একটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

কৃষ্ণনগর কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি, বিষ্ণুপুরের মুকুন্দপুর চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়, রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং তারালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দলীয় নেতাকর্মী ও প্রচুর উৎসুক জনতার উপস্থিতিতে দুটি প্যানেলের মধ্যে ভোটযুদ্ধ হয়েছে।

ঘোষিত ফলাফলে জানা গেছে কৃষ্ণনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে মোস্তাফিজুর রহমান, আবুল কাশেম ও মো. মহিবুল্লাহ, ২নং ওয়ার্ডে হাফিজুর রহমান, হাফিজুর রহমান (২) ও জাহিদ হাসান, ৩নং ওয়ার্ডে আজিবার রহমান, ডা. মোস্তাফিজুর রহমান (মনু) ও সিরাজুল ইসলাম, ৪নং ওয়ার্ডে ইউসুফ হোসেন, জমাত আলী ও সাইফুল ইসলাম, ৫নং ওয়ার্ডে নুরুল হক, আমিনুর রহমান ও আতিক হাসান, ৬নং ওয়ার্ডে খোকন ঢালী, ব্বাুল আক্তার ও মোসলেম আলী, ৭নং ওয়ার্ডে শফিকুল ইসলাম, আব্দুল আলিম ও জবেদ আলী, ৮নং ওয়ার্ডে লোকমান হোসেন, মাহবুবুর রহমান খোকন ও আবু রাহায়ন, ৯নং ওয়ার্ডের মফিজুর রহমান, সাধারণ আজিবার রহমান ও আব্দুল হাই। কৃষ্ণনগর ইউনিয়নে মোট ভোটার ছিল ১ হাজার ২৯৯ জন।

বিষ্ণুপুর ইউনিয়নে ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ১নং ওয়ার্ডে গোলাম বারী গাজী, আকবর আলী মোল্লা ও সাজ্জাত আলী, ২নং ওয়ার্ডে সিদ্দিকুর রহমান, নজিবর রহমান খোকন মোল্লা ও মোসলেম আলী মোল্লা, ৩নং ওয়ার্ডে মেহেদী হাসান বাবু, তারিকুল ইসলাম ও জাহিদুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে গোলাম রব্বানী, শাহাবুদ্দিন মোড়ল ও সিদ্দিক মোড়ল, ৫নং ওয়ার্ডে মুজিবুর রহমান গাজী, আবুল বাশার ও শফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ডে নুরুদ্দিন, বাবুর আলী বাবু ও সাদ্দাম হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৭নং ওয়ার্ডে শেখ সাইদুর রহমান সাঈদ, সাইফুল ইসলাম মিন্টু ও খলিল মোড়ল, ৮নং ওয়ার্ড জালাল গাজী, মুক্তার হোসেন ও আসমত আলী, ৯নং ওয়ার্ডে আজিজুল গাজী, আখতার হোসেন ও আবুল বাশার। বিষ্ণুপুর ইউনিয়নে মোট ভোটার ছিল ১হাজার ৬৯০জন।

তারালী ইউনিয়নের ওয়ার্ডসমূহে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ১নং ওয়ার্ডে মঈনুদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), রবিউল ইসলাম রবি ও মাখদুম হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ২নং ওয়ার্ডে মুজিবর রহমান, মো. নুরুজ্জামান ও আজিবার রহমান, ৩নং ওয়ার্ডে শহিদুল ইসলাম, হাবিবুর রহমান ও শামসুর রহমান, ৪নং ওয়ার্ডে মোশারাফ হোসেন, সাঈদ হোসেন ও ফিরোজ পাড়, ৫নং ওয়ার্ডে আলাউল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও কবি শাহাজাহন, ৬নং ওয়ার্ড মো. আরশাদ আলী, মাস্টার শফিকুল ইসলাম ও আতিয়ার রহমান, ৭নং ওয়ার্ডে সোহরাব হোসেন, রবিউল ইসলাম ও ইমরান হোসেন, ৮নং ওয়ার্ডে নুরুল হুদা সানা, মোস্তফা হোসেন লিকু ও মো. নুরুজ্জামান এবং ৯নং ওয়ার্ডে নাজমুস সাহাদাত চান্দু, আবুল কালাম সরদার ও জিয়ারুল ইসলাম।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ আসনে সাংগঠনিক টিমের প্রধান পৌর মেয়র মো. তাসকিন আহমেদ চিশতীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *