সাতক্ষীরায় ১০ হাজার পিচ ই’য়া’বাসহ আ’ট’ক-২
গাজী হাবিব: সাতক্ষীরার সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই আসামীসহ ১০ হাজার পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করেছে বিজিবি। আটক হওয়া ব্যক্তিরা হলেন, বাঁকালের ইটাগাছা বউবাজার এলাকার মোঃ ফজর গাজীর ছেলে মোঃ শাহিন গাজী (২৩) ও মোঃ মিন্টু গাজীর ছেলে মোঃ নাছিবুল (১৮)।
শুক্রবার বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদরের মাহমুদপুর এলাকা থেকে এ ইয়াবা ট্যাবলেট আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েব সুবেদার মোঃ সেলিম আহম্মেদ এর নেতৃত্বে এবং সিপাহী মোঃ ইমরান হোসেনের সহায়তায় মাহামুদপুর থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে শাহিন ও নাছিবুলকে আটক করে তল্লাশী করা হয়। তাদের হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগে ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় তাদের ব্যবহৃত ১ টি মোটরসাইকেল ও ২ টি মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। এছাড়া মোটরসাইকেলটি ১ লক্ষ টাকা এবং মোবাইল দুটির মূল্য ৩০ হাজার টাকা ধরা হয়।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক জানান, সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল ও মোবইলসহ আটককৃত আসামীদ্বয়কে থানায় সোপর্দ করা হয়েছে।