শ্যামনগরের কাশিমাড়ি ইউনিয়ন তরুণদলের আহ্বায়ক কমিটি গঠন
ইসমাইল হোসেন, শ্যামনগর: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সাতক্ষীরা শ্যামনগর উপজেলা শাখার কাশিমাড়ী ইউনিয়ন তরুণ দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ছয়টায় সুন্দরবন প্রেসক্লাব হলরুমে এই কমিটি গঠনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তরুণ দল শ্যামনগর উপজেলা কাশিমাড়ি ইউনিয়ন শাখার, আব্দুল্লাহ কে আহ্বায়ক ও মাসুম বিল্লাহ কে সদস্য সচিব এবং মাকসুদুল কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ২৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
আহ্বায়ক কমিটি অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা তরুণ দলের আহ্বায়ক জয়নাল মল্লিক, উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, উপজেলা তরুণ দলের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, সবুজ ও মুন্সিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা শাহিনুর রহমান, কাশিমাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, মারুফ বিল্লাহ, নাঈম, হাসান, মিঠু, আসাদ ও মনিরুল ইসলাম প্রমুখ।