নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ে সাতক্ষীরায় দুই ফার্মেসিকে জরিমানা
গাজী হাবিব: জনস্বাস্থ্য রক্ষায় নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ এবং ‘ফিজিশিয়ান স্যাম্পল’ জাতীয় ওষুধ বিক্রি ঠেকাতে সাতক্ষীরায় যৌথভাবে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ও ভাড়ুখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন তামিম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন, বিজিবি ও পুলিশের একাধিক সদস্য।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এসব বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং চিকিৎসকদের জন্য নির্ধারিত ‘ফিজিশিয়ান স্যাম্পল’ ওষুধ বিক্রি করছেন। এসব ওষুধ মানবদেহের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেয় টাস্কফোর্স।
অভিযানকালে ‘মেসার্স মজুমদার ফার্মেসী’র মালিক সুভাষ চন্দ্র মজুমদারকে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৫ হাজার টাকা এবং ‘মেসার্স বিশ্বাস ফার্মেসী’র মালিক মোঃ আমির হোসেনকে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ফার্মেসিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর নায়েক সুবেদার মোঃ শামীম আলম এবং ২০ জন বিজিবি সদস্য। এছাড়া পুলিশের ৫ সদস্যও অভিযানে অংশ নেন।
অভিযানটি পরিচালনায় সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।