কাটিয়ায় প্রকৌশলীর মটর সাইকেল চুরি
স্টাফ রিপোর্টার: শহরের কাটিয়ায় এক প্রকৌশলীর ভাড়া বাড়ি থেকে মটর সাইকেল চুরি হয়েছে। গত ২৮জুলাই দিবাগত রাতে একদল চোর শহরের কাটিয়া এলাকা থেকে এ মটর সাইকেলটি চুরি করে। এ ঘটনায় প্রকৌশলী মিরাজ আহম্মেদ বাদী হয়ে সদর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। সাধারন ডায়েরী সূত্রে জানা যায়, কাটিয়া এলাকার (বিউটি হোটেলের পিছনে) সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা ওয়াদুদ মিয়ার ভাড়া বাড়িতে থাকেন প্রকৌশলী মিরাজ আহম্মেদ। প্রতিদিনের ন্যায় কাজ শেষে তিনি গত ২৮জুলাই রাতে বাসায় এসে ঘুমিয়ে পড়েন। ভোর বেলা ঘুম থেকে উঠে তার বাসার ক্লপ্সিবল গেটের তালা ভাঙ্গা দেখতে পান এবং তার ব্যবহৃত সরকারী লাল-কালো টিভিএস ষ্ট্রাইকার (ঢাকা মেট্্েরা- হ-৩৬৯২০৬, যার ইঞ্জিন নং-ভভ-৪ম-লঃ-৪১-৪৩-৮৫) মটর সাইকেলটি আর খুঁজে পায়না। অনেক খোঁজাখুজি করেও মটর সাইকেলটি না পেয়ে এক পর্যায়ে প্রকৌশলী মিরাজ আহম্মেদ সদর থানায় একটি জিডি করেন। যার নং- ১৭৭৭, তাং- ২৮/০৭/২০২৫।