অনলাইনসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৪তম বষপূর্তি পালিত

স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের নিরপেক্ষতা, সংস্কৃতি আর সবুজের আহ্বানে সাজানো এক অনন্য আয়োজনে আলোচনা সভা, কেককাটা ও গাছের চারা বিতরনের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে মাছরাঙা টেলিভিশন এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।

বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে এ বষপূর্তি পালন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে এবং মাছরাঙাা টেলিভিশনের ডিস্ট্রিক্ট রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ মো. আব্দুল বারী, উদীচি শিল্পি গোষ্ঠির জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাইদুর রহমান শাহীন, শহর সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, যুগ্ম-সম্পাদক এম রফিক, অর্থ সম্পাদক শেখ মাসুদ হেসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল গফুর সরদার, বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক শাহ আলম, সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জমান বাবু, এখন টিভির স্টাফ রিপোর্টার আহসান রাজিব, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর আবুল হাশেম বলেন, মাছরাঙা টেলিভিশনকে আমরা সবসময় দলনিরেপেক্ষ গণমাধ্যম হিসেবে দেখেছি। বৈচিত্র্যময় অনুষ্ঠান আর বিশ্বাসযোগ্য সংবাদের মাধ্যমে এটি সব বয়সী দর্শকের মনে জায়গা করে নিয়েছে

আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে সাতক্ষীরা প্রতিবন্ধী স্কুল ও সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক, ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *