কালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: শিক্ষা জাতির মেরুদণ্ড এই চেতনাকে সামনে রেখে সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি ২০২৫-কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই ) বেলা ১১টায় বিদ্যালয়ের কনফারেন্স হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় ও সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক তুহিন হুদা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, সহকারী শিক্ষক জি. এম. রায়হানুস সিদ্দিক, বাসুদেব ঘোষ, রুহুল কুদ্দুস, জিয়াউর রহমান, কনিকা সরকার এবং প্রধান অফিস সহায়ক ফজলুল রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলুল হক, আল নূর আহমদ ইমন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকবৃন্দ।

বক্তারা শিক্ষার্থীদের আত্মিক গঠন, নৈতিক মূল্যবোধ এবং প্রযুক্তি আসক্তি থেকে মুক্ত থেকে মনোযোগী পাঠদানের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মোবাইল ফোনের অপব্যবহার রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনজন কৃতী ছাত্রীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলায় প্রথম এবং জেলায় দ্বিতীয় স্থান অর্জনকারী স্তুতি বিশ্বাস ইমি ও রুবাইয়া ইসলাম জিপিএ-৫ (A+), সুরাইয়া আক্তার জিপিএ-৫ (A+),

এই মিলনমেলায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে গড়ে ওঠে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরণের উদ্যোগ ভবিষ্যতেও বিদ্যালয়ের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে অনন্য ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *