অনলাইনআন্তর্জাতিকসারাবাংলাসাহিত্য

আবৃত্তি আলোক’-এর আয়োজনে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা- প্রাণবন্ত এক সাংস্কৃতিক অনুষ্ঠান

‘সাহিত্য ডেস্ক: বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল সন্ধ্যার আয়োজন করল খ্যাতনামা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র ‘আবৃত্তি আলোক’। অনুষ্ঠানটি সম্প্রতি অনুষ্ঠিত হয় এক উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইসের ল কলেজের কর্ণধার শ্রী জয়ন্ত মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় রেডিও জকি আর. জে. সুমন্ত (বিগ এফ.এম.)।

আবৃত্তি আলোক প্রতিবছর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে বাংলা সংস্কৃতির ধারক ও বাহক দুই কবিকে নিয়ে — এবছরও সেই ঐতিহ্য বজায় থাকল।

অনুষ্ঠানে আবৃত্তি, সংগীত ও নৃত্যের মাধ্যমে শিল্পীরা তুলে ধরেন বাংলা কাব্য ও সংগীতের ঐশ্বর্য। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন, পৃথা মণ্ডল, সুহানা আলী, অদিতি পাঠক, রূপম রায়, স্বর্ণাভ পাল, প্রিয়াংশু ঘোষ, অতলিতা দেবনাথ, প্রিয়াংগী চ্যাটার্জি, বিনায়ক দাস, প্রসিদ্ধা মাইতি, অস্মিতা দাস, শিকসা দাস, সমন্বিতা রায়, আনন্দি প্রামাণিক, কৃষ্ণা গাইন, লিপিকা প্রামাণিক, অন্নপূর্ণা ভাওয়াল, শুক্লা রায়, প্রজ্ঞা পাঁজা, সায়ন্তনী ব্যানার্জি, নম্রতা রায় চৌধুরী, সৌমদীপ রায় চৌধুরী, অনুষ্কা মিত্র, ইপ্সিতা দাস, ঈশানি ভাওয়াল, পারিজাত নস্কর, মারিয়া সুলতানা, আয়ুশ মণ্ডল, অর্কপ্রভ মিস্ত্রী, পুষ্পম রায়, মহাশ্বেতা মিস্ত্রি, পল্লব লস্কর, সুপর্ণা রায়, মিতালী মিঠু মোদক, শ্রাবণী ব্যানার্জি, বৈশাখী দেবনাথ সাহা, রূপা প্রামাণিক, সালমা বেগম ও সঞ্জয় চক্রবর্তী।

অনুষ্ঠানটি পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন আবৃত্তি আলোক-এর গুরুমাতা শ্রীমতি মৌ পাঠক সিংহ। তাঁর সুদক্ষ নির্দেশনা এবং সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই সন্ধ্যা হয়ে ওঠে এক সার্থক সাংস্কৃতিক আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *