সাতক্ষীরা সীমান্তে মানব পাচার প্রতিরোধে এলাকাবাসীর সাথে বিজিবি’র মতবিনিময়
গাজী হাবিব: সাতক্ষীরা সীমান্তে মানব পাচার প্রতিরোধে এলাকাবাসীর সাথে বিজিবি মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা পরিচালনা করেছে।
মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের বৈকারী বিওপির উদ্যোগে ছয়ঘরিয়া ও কালিয়ানী বিওপির উদ্যোগে কাথন্ডা বাজারে মানব পাচার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা করা হয়।
মতবিনিময় ও জনসচেতনতামূলক সভাসমূহে কোম্পানী/বিওপি কমান্ডারগণ মানব পাচারের ভয়াবহতা, কারণ ও প্রতিরোধের কৌশল সম্পর্কে আলোচনা করেন। কোম্পানী/বিওপি কমান্ডারগণ বলেন, মানব পাচার একটি বৈশ্বিক সংকট, যা বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে প্রকট। ভারতের নিকটবর্তী হওয়ায় পাচারের প্রবণতা এখানে বেশি; পাশাপাশি দারিদ্র্যতা, সচেতনতার অভাব ও জলবায়ু পরিবর্তনের কারণে জীবিকা সংকটে পতিত মানুষ পাচারকারীদের সহজ টার্গেটে পরিণত হয়। নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
কোম্পানী/বিওপি কমান্ডারগণ আরও বলেন, মানব পাচারের বিরুদ্ধে বিজিবি সর্বদাই শক্ত অবস্থানে থাকবে এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। সভাসমূহে মানব পাচারে বিজিবির নিরলস প্রচেষ্টা ও সাফল্য সম্পর্কে উপস্থিত অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। উপস্থিত জনসাধারণ সীমান্তে বিজিবির নিরলস কর্তব্য পালন এবং মানব পাচার মাদক ও অন্যান্য দ্রব্য সামগ্রী আটকের সাফল্যে বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এ ধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, বিজিবির উল্লেখিত কর্মকান্ড সীমান্ত এলাকার জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
পরিশেষে কোম্পানী/বিওপি কমান্ডারগণ বলেন সুষ্ঠু সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের সহযোগিতা ও পজেটিভ মনোভাব একান্ত প্রয়োজন। উপস্থিত সকলেই এ ব্যাপারে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।