সাতক্ষীরা সীমান্তে মানব পাচার প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা
গাজী হাবিব: সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষ মতবিনিময় ও সচেতনতামূলক সভা আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন ঘোনা ও গাজীপুর বিওপির উদ্যোগে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়নের ঘোনা মৎস্য বাজার এলাকা এবং গাজীপুর তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত সভায় কোম্পানি ও বিওপি কমান্ডারগণ মানব পাচারের ভয়াবহতা, এর কারণ ও প্রতিরোধ কৌশল তুলে ধরেন।
এসময় তারা বলেন, সীমান্তবর্তী অঞ্চলে মানব পাচারের ঝুঁকি বেশি, বিশেষ করে ভারতের নিকটবর্তী হওয়ায় এখানকার দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠী পাচারকারীদের সহজ টার্গেটে পরিণত হচ্ছে। এর মধ্যে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
সভায় বিজিবি সদস্যরা মানব পাচার প্রতিরোধে তাদের জিরো টলারেন্স নীতির কথা জানান এবং জনগণকে সচেতন হয়ে সহযোগিতার আহ্বান জানান। উপস্থিত স্থানীয় গ্রামবাসী বিজিবির প্রচেষ্টা ও সাফল্যের প্রশংসা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
বিজিবির এ ধরনের জনসচেতনতামূলক কর্মকাণ্ড সীমান্ত এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।