সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর আহবায়ক কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির ৩য় তলায় লাইব্রেরি রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের জেলা আহবায়ক এড. আকবর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. নুরুল আমিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এড. আবু সাইদ রাজা, এড. শাহরিয়ার হাসীব, এড. জিএম ফিরোজ আহমেদ, এড্ সিরাজুল ইসলাম, এড. এবিএম ইমরান হোসেন, এড. মিজানুর রহমান।
সভায় ৩১ জুলাই সকাল ১০টায় আইনজীবি সমিতির প্রথম ভবনের সামনে জুলাই-আগষ্ট শহীদ স্মরণে মাচ ফর জাস্টিস দিবস উপলক্ষে পদযাত্রা এবং সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি এড. কাজী এনায়েত হোসেন বাচ্চুর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।