সাতক্ষীরায় বিজিবির অভিযান: ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মদ ও পণ্য জব্দ
গাজী হাবিব: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, শাড়ি, ঔষধ ও বোরকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে: ১৫১ বোতল ভারতীয় মদ, ৩ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা।
বিজিবি জানায়, চোরাকারবারীরা এসব মালামাল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনতে চেয়েছিল। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে জনসম্মুখে ধ্বংস করা হবে। অন্যদিকে, শাড়ি, ঔষধ ও বোরকা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।