সাতক্ষীরায় “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন শীর্ষক আমাদর চোখে জুলাই বিপ্লব চিত্রাঙ্কন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা পরিষদের বাস্তবায়নে ও স্হানীয় সরকার বিভাগের আয়োজনে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিয় হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরায় নবাগত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, সদস্য সচিব সুহাইল মাহদীন, মুখপাত্র মোহিনী পারভীন প্রমুখ।
প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের ব্যতিক্রমী আয়োজনে আমরা অত্যন্ত আনন্দিত। একাডেমিক শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা আমাদের চিন্তা চেতনাকে আরো উজ্জীবিত করে তুলবে। আমরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই।