রাজনীতিশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে বিএনপির কাউন্সিল ঘিরে সংঘর্ষের ঘটনায় ১৩ নেতা-কর্মীকে শোকজ

স্টাফ রিপোর্টার: শ্যামনগরে কাউন্সিলকে ঘিরে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিবরসহ ১৩ নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

রোববার (২৭ জুলাই) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিষয়টি জানাজানি হয়।

এতে বলা হয়েছে, গত ২৫ জুলাই শ্যামনগর পৌর শাখার অধীনে ৮নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে আপনাদের আচরণের কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুসারে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশের নির্দেশক্রমে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা তিন কর্মদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক/সদস্য সচিব বরাবর দাখিল করতে বলা হয়েছে।

শোকজ পাওয়া নেতারা হলেন, শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিবর, হায়বদপুর গ্রামের বিএনপি কর্মী বাবু, শ্যামনগর সদর ইউনিয়ন (বর্তমান পৌরসভা) যুবদলের সদস্য সচিব মোতালেব হোসেন খাঁ, শ্যামনগর পৌর বিএনপি’র সার্চ কমিটির সদস্য মফিজুল মফিজুর রহমান মফু, শ্যামনগর সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নুরুন্নবী, শ্যামনগর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড (বর্তমান ৮ নম্বর ওয়ার্ড) যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্যামনগর সদর ইউনিয়ন যুবদলের সদস্য মফিজুর রহমান, আলামিন খাঁ, পৌর বিএনপি সাবেক আহবায়ক লিয়াকত আলীর জামাতা বিএনপি কর্মী সাদিকুল ইসলাম তোহা, শ্যামনগর সরকারি মহসিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, বিএনপি কর্মী তুহিন, ফরিদ ও মফিজুর রহমান।

জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু মঙ্গলবার সকালে জানান, ১৩ জনকে শোকজ করা হয়েছে। শোকজ প্রাপ্তির পর তাদের জবাব দলীয় শৃঙ্খলাভঙ্গের পরিপন্থি হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই বিকালে শ্যামনগরের নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্যামনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের কাউন্সিল চলাকালে কাউন্সিলর তালিকা নিয়ে দ্বন্দ্বে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, কর্মী আনোয়ার-উস সাহাদাৎ মিঠু, আশরাফ বাবু, লিয়াকত আলীর জামাতা সাদিকুল ইসলাম তোহা, বেয়াই ডা. নজরুল ইসলাম ও মহসীন কলেজ ছাত্রদলের সদস্য আশিক হোসেন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *