কালিগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কাউন্সিলের তফসিল ঘোষণা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতক্ষীরা সংসদীয় আসন-৪ কালিগঞ্জ উপজেলার আংশিক ৮ ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল সম্মেলনের তফসিল ঘোষণা করা হয়েছে।
যে ৮টি ইউনিয়নে তপসিল ঘোষণা করা হয়েছে তা হলো- ১নং কৃষ্ণনগর, ২নং বিষ্ণুপুর, ৪নং দক্ষিণ শ্রীপুর, ৫নং কুশলিয়া, ৯নং মথুরেশপুর, ১০নং ধলবাড়িয়া, ১১নং রতনপুর ও ১২ নং মৌতলা। (২৯ জুলাই) মঙ্গলবার ওয়ার্ড কাউন্সিল সম্মেলনের তপসিল ঘোষণা করেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সংসদীয় আসন-৪ এর টিম প্রধান তাসকিন আহমেদ চিশতী। তপশিল অনুযায়ী
৩০ জুলাই মনোনয়ন বিক্রয় (সকল ইউনিয়নের জন্য প্রযোজ্য), ৩১ জুলাই মনোনয়ন জমা (সকল ইউনিয়নের জন্য প্রযোজ্য), ১ আগস্ট মনোনয়ন প্রত্যাহার, সকল ইউনিয়নের জন্য প্রযোজ্য)। ২ আগস্ট সকাল ১০ হতে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ (১নং কৃষ্ণনগর ও ২নং বিষ্ণুপুর ইউনিয়ন), ৮ আগস্ট সকাল ১০ হইতে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ (৪নং দক্ষিণ শ্রীপুর, ৫নং কুশলিয়া ও ৯নং মথুরেশপুর ইউনিয়ন), ৯ আগস্ট সকাল ১০ হতে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ ( ১০ নং ধলবাড়িয়া, ১১নং রতনপুর ও ১২নং মৌতলা ইউনিয়ন)।