অনলাইনকলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাজী হাবিব: সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলা কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান পলাশ তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছেন।

মঙ্গলবার দুপুরে কেড়াগাছী ইউনিয়ন পরিষদে তিনি এ সাংবাদিক সম্মেলন করেন।

সাংবাদিকদের সামনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান পলাশ বলেন, একটি কাঁচা রাস্তা সংস্কারের বিষয়ে তাঁর নামে যে মিথ্যা, ভিত্তিহীন অপবাদ দেয়া হচ্ছে তা সত্য নয়। তিনি উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বোয়ালিয়ায় গ্রামের ৫ নং ওয়ার্ডের বেলতলা নামক স্থানে একটি কাঁচা রাস্তা সংস্কারের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ দেয়া দেওয়া হয়। এই প্রকল্পের কাজের বিপরীতে ইতোমধ্যে ৬৫ হাজার টাকা প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবিনা খাতুনের মাধ্যমে উত্তোলন করা করা হয়। কাজ শুরুর সময় টানা বৃষ্টিপাত শুরু হয়। এ কারনে কাজটি শুরু করার চেষ্টা করেও শুরু করা যায়নি। বর্ষণজনিত কারণে কাজ শুরু না করার বিষয়টি একটি মহল ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। এলাকার উন্নয়ন চায়না এমন কিছু ছেলে তাঁর সুনাম ও ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে এই প্রকল্পের টাকা আত্মসাতের মিথ্যা অপবাদ দিয়ে একটি মানববন্ধনও করেছে।

তিনি আরো বলেন, বাস্তবতা হলো- ইতোমধ্যে প্রকল্পের সময় শেষ হয়ে যাওয়ায় আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ভাউচারের মাধ্যমে উত্তোলনকৃত টাকা ফেরত যাবে। পরে আবার বরাদ্দ পেলে কাজটি করা হবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমি ৫/৬ মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। ইউনিয়নের সকল ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করা শুরু হয়েছে। ইতোমধ্যে কেঁড়াগাছি ইউনিয়নের দশটি রাস্তা পাকাকরণের জন্য বরাদ্দ পেয়েছি। এজন্য তিনি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখিত প্রকল্পের সভাপতি সাবিনা খাতুন বলেন, আমি টাকা উত্তোলন করে চেয়ারম্যানের কাছে দিয়েছি। বৃষ্টির কারণে কাজ করা সম্ভব হয়নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এলাকার মানুষের চাপে পড়ে ইচ্ছার বিরুদ্ধে মানববন্ধনে অংশ গ্রহণ করেছিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *