ভোমরা স্থলবন্দরের দুই শ্রমিক ইউনিয়নের নির্বাচন: পরিচয়পত্র বিতরণ সম্পন্ন, ভোট ২ আগস্ট
স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক (২০২৫) নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, ভোটারদের পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।
ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯) এবং ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৫)-এর মোট ২৬টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন প্রার্থী। এর মধ্যে ১১৫৯-এর ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো. আলউদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গত ২৩ জুলাই (বুধবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে এ কার্যক্রমে প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়।
এদিকে, দুই শ্রমিক ইউনিয়নের এ ত্রি-বার্ষিক নির্বাচনে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। রেজি: ১১৫৯-এর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. এরশাদ আলী (আনারস) ও মো. আব্দুল হামিদ (ঘোড়া)। একই ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. তরিকুল ইসলাম (সিংহ) এবং আরিজুল ইসলাম (হাঁস)।
অন্যদিকে, রেজি: ১১৫৫-এর সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন: আব্দুর রশিদ (চশমা), হারান চন্দ্র ঘোষ (চেয়ার), ফরহাদ হোসেন (টেলিভিশন) এবং মনিরুল ইসলাম (মোটরসাইকেল)। সাধারণ সম্পাদক পদে মুখোমুখি হচ্ছেন মাসুদ আলম (হরিণ) ও হারুনার রশিদ (হারিকেন)।
এছাড়াও অন্যান্য পদের জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতীকের মধ্যে রয়েছে ট্রাক্টর, কমলালেবু, পদ্মফুল, তালগাছ, বল, মাইক, কলস, ফ্রিজ, প্রজাপতি, মোরগ, উড়োজাহাজ, রেডিও প্রভৃতি।
নির্বাচন কমিশনের সদস্যরা জানিয়েছেন, প্রতীক বরাদ্দ শেষে ভোটারদের মাঝে পরিচয়পত্র বিতরণ কার্যক্রমও শেষ হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।