অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কৃষ্ণনগর বিদ্যুৎ অফিসের আওতায় ১৭ মাসের বকেয়া বিলেও সচল সংযোগ!

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর সাব-জোনাল বিদ্যুৎ অফিসের আওতাধীন বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে অবস্থিত “কপি হাউজ প্রোঃ তৌফিক” নামক একটি দোকানে ১৭ মাস ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করেও সংযোগ সচল রয়েছে। দোকানটির নামে বকেয়া রয়েছে প্রায় ৩২,৫৫৫ টাকা।

সোমবার (২৮ জুলাই) বিকালে দোকানটির মালিকানা পরিবর্তন প্রসঙ্গে সরেজমিনে অনুসন্ধানে গেলে বিষয়টি সামনে আসে। এত দীর্ঘ সময় ধরে বিল পরিশোধ না করার সত্ত্বেও কীভাবে সংযোগ সচল রয়েছে, তা নিয়ে এলাকাবাসীর মাঝে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও ক্ষোভ।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সঠিক তদন্ত কামনা করছেন সচেতন মহল।

প্রশ্ন রয়ে যাচ্ছে,সাধারণ ভোক্তারা বিল বাকি থাকলেই বিচ্ছিন্ন হয় সংযোগ, আর এখানে কেন এতদিন ধরে ব্যতিক্রম?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *