অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের তারালী ব্রিজ নির্মাণে ধীরগতি, চরম ঝুঁকিতে সাঁকো

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী নতুন ব্রিজ নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে চলমান থাকলেও দৃশ্যমান অগ্রগতি নেই বললেই চলে। নির্মাণের ধীরগতির কারণে এলাকাবাসী পড়েছেন চরম দুর্ভোগে।

সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, মূল ব্রিজ নির্মাণস্থলের পাশ দিয়ে তৈরি করা অস্থায়ী কাঠের সাঁকো একেবারেই জরাজীর্ণ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এই সাঁকো দিয়ে শত শত মানুষ যাতায়াত করছেন, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে কাজ চললেও এর ওপর নেই কোনো কার্যকর নজরদারি। কাজের গতি আশানুরূপ নয়, ফলে দীর্ঘায়িত হচ্ছে ভোগান্তি।

এ অবস্থায় জনসাধারণ দ্রুত ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন করে নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *