শার্শার চাঁদাবাজির মামলায় রহমান নামে একজন গ্রে’প্তা’র
হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শায় ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবীর মামলায় আব্দুর রহমান (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। গ্রেফতার রহমান বাগআঁচড়ার রুহুল আমিন টুটুল ড্রাইভারের ছেলে।
বুধবার (২৩ জুলাই) তাকে গ্রেফতার করা হয়।
মামলায় ব্যবসায়ী রুহুল আমিন উল্লেখ করেন, গত ২১ জুলাই তার ছেলে মাসুদ পারভেজ রিজভী (২১) বাগআঁচড়া কলেজ রোড দিয়ে বাজারে যাচ্ছিলেন। এসময় রিজভী ইসমাইলের চায়ের দোকানের সামনে পৌঁছাইলে অভিযুক্ত আব্দুর রহমান সহ ৮-১০ জন তার গতিরোধ করে এবং তাকে বলে, তোর বাপ বাজারের একজন বড় ব্যবসায়ী, এজন্য তোর বাপকে বলবি আমাদের ৩ লাখ টাকা চাঁদা দিতে হবে নতুবা তোর সহ তোর বাপকে যেখানে পাইবো সেখানে পিটাইবো। এসময় তারা রিজভীকে বেধড়ক মারপিটও করে।
এই ঘটনার পর রিজভীর পিতা রুহুল আমীন প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ আরো ৮-১০ জনের নামে শার্শা থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। পুলিশ বুধবার মামলার প্রধান আসামী আব্দুর রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, চাঁদাবাজি মামলায় আব্দুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এবং তার বিরুদ্ধে বাগআঁচড়া বাজার এলাকায় মাদকসেবন, চাঁদাবাজি, ইফটিজিং সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।