কলারোয়াসাতক্ষীরা জেলা

সীমান্ত অপরাধ প্রতিরোধে সাতক্ষীরার ভাদিয়ালী বাজারে বিজিবি’র মতবিনিময়

গাজী হাবিব: সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত রক্ষা, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান দমন, অবৈধ সীমান্ত পারাপার এবং নারী ও শিশু, মাদকদ্রব্য, অস্ত্র ও স্বর্ণ পাচার প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলা কলারোয়ায় বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৫ টায় সাতক্ষীরা ব্যাটেলিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির উদ্যোগে ভাদিয়ালী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিজিবির মাদরা বিওপির কমান্ডার সুবেদার শাহ আলম অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ করাসহ বিভিন্ন সীমান্ত অপরাধ সংক্রান্ত বিষয়ে স্থানীয় জনগনকে সতর্ক ও প্রেষনা প্রদান এবং মাদক হতে যুব সমাজকে রক্ষা করতে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করেন।

এসময় তিনি বলেন, মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি সর্বদাই শক্ত অবস্থানে আছে, থাকবে এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।

স্থানীয় গ্রামবাসী সেলিম হোসেন, শামসুর রহমান, আব্দুল লতিফ বলেন, সীমান্তে বিজিবি’র কর্মকান্ড এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তারা চোরাচালান রোধে যেভাবে সীমান্তে কাজ করে তা প্রশংসার দাবী রাখে।

গ্রামবাসীদের উদ্দেশ্যে স্থানীয় সেলিম হোসেন বলেন, সীমান্তে অপ্রীতিকর কোন ঘটনার সম্মুখীন হলে, চোরাকারবারী দেখলে কিংবা বিএসএফের কোন কর্মকান্ডে নিজেরা এ্যাকশানে না গিয়ে দায়িত্বরত বিজিবি কমান্ডারকে সঙ্গে সঙ্গে অবহিত করতে হবে। আমাদের কেউ যেন চোরাচালানীর সাথে জড়িত না হয় সে বিষয়ে তিনি সকলকে অনুরোধ করেন।

এছাড়া সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কেউ যাতে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড না ঘটায় সেই দিকে এলাকাবাসীর খেয়াল রাখতে আহবান জানানো হয়। কোন ব্যক্তি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অবগত করা হয়। এসময় মানব পাচার, মাদকসহ বিভিন্ন দ্রব্যাদির চোরাচালান বিরোধী অভিযানে বিজিবির নিরলস প্রচেষ্টা ও সাফল্য সম্পর্কে উপস্থিত অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

উপস্থিত জনসাধারণ সীমান্তে বিজিবির নিরলস কর্তব্য পালন এবং মানব পাচার মাদক ও অন্যান্য দ্রব্য সামগ্রী আটকের সাফল্যে বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন।

মত বিনিময় সভায় স্থানীয় সীমান্তবর্তী জনপ্রতিনিধি, সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *