বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ব্রহ্মরাজপুরে দোয়ানুষ্ঠান
মেহেদী হাসান শিমুল: বাংলাদেশ জামাত ইসলামী ব্রহ্মরাজপুর বাজার ইউনিট শাখা সাতক্ষীরা সদরের উদ্যোগে উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মাগরিব বাদ ব্রহ্মরাজপুর বাজার মসজিদে দোয়া অনুষ্ঠানে মাওলানা মনিরুল ইসলাম ফারুকী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মনিরুল ইসলাম বেলালী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মোজাম্মেল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ শামসুর রহমান, মাওলানা শামীম রেজা সিদ্দিকী, মাওলানা রফিকুল ইসলাম, ব্রহ্মরাজপুর বাজার মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ, মোকলেছুর রহমান, আশরাফুল ইসলাম, মহিবুল্লাহ মুহিব প্রমুখ।
দোয়াও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওঃ মনিরুল ইসলাম বেলালী।