তালার দলুয়া ও শালিকা নদীতে অবৈধ নেটপাটা অপসারণ
এম এ মান্নান, তালা: তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দলুয়া শালিকা নদীতে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে মঙ্গলবার(২২জুলাই)সকাল থেকে বিকাল পর্যন্ত নেটপাটা অপসারনের অভিযান পরিচালনা করা হয়।
এ সময নদী থেকে অবৈধ নেট পাটা ও জাল উদ্ধার করা হয় । সম্প্রতি অতিবৃষ্টির কারনে নদীতে পানি বৃদ্ধি হওয়ার কারনে এলাকার ঘর বাড়ি মৎস্য ঘের ফসলের জমি গুলো তলিয়ে যাওয়ায় এ অভিযান করা হয়।
তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, অতিবৃষ্টির কারনে খলিষখালী সহ তালার বিভিন্ন খাল ও নদীতে পানি বৃদ্ধি হওয়ার কারনে এলাকার ঘর বাড়ি ও মৎস্য ঘের ফসলের জমি গুলো তলিয়ে যাচ্ছে। যার কারনে এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।
এ সময় সঙ্গে ছিলেন খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন,খলিষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মদ, খলিষখালী ইউনিয়নের জামায়াতের আমির শিক্ষক শহিদুল্লাহ,খলিষখালী ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক শেখ আব্দুল হান্নান, যুবদল নেতা আদ্বুল আওয়াল সহ স্থানীয় নেতৃবৃন্দ ।