সাতক্ষীরার ভোমরায় ইয়ানা ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা
গাজী হাবিব: বিজিবির টাস্কফোর্স অভিযান পরিচালনা করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ফলমোড় এলাকার মেসার্স ইয়ানা ফার্মেসীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকালে এ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম সুগন্ধা।
এসময় উপস্থিত ছিলেন, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়নের ক্যাপ্টেন শাদমান সাকিবের সাথে ১৫ জন বিজিবি সদস্য, সাতক্ষীরা ঔষধ প্রশাসনের পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন এবং ৫ জন পুলিশ সদস্য।
বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানাতে পারে ভোমরা স্থলবন্দর এলাকার কিছু অসাধু ব্যবসায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় করছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরুপ। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি, ঔষধ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক বলেন, জনস্বাস্থ্য রক্ষায়- নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় বন্ধে ভোমরা টাস্কফোর্স অভিযান করা হয়েছে। সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ বা মেয়াদ উত্তীর্ণ তারিখের পর কোন ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ও (গ) ধারা মোতাবেক মেসার্স ইয়ানা ফার্মেসীর মালিক মো. সজিব হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।