তালাসাতক্ষীরা জেলা

ছেলে হত‍্যার বিচার চেয়ে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

‎বিশেষ প্রতিনিধি, তালা: ‎সাতক্ষীরার তালায় শিশু ছেলে শিহাব হত‍্যার বিচার চেয়ে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সোমবার বিকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‍্য পাঠ করেন উপজেলার খড়েরডাঙ্গা গ্রামের মৃত‍্য সাদেক মুন্সীর স্ত্রী মুক্তা খাতুন (৩০)।

‎লিখিত বক্তব‍্যে মুক্তা খাতুন বলেন, উপজেলার শিবপুর গ্রামের মৃত‍্য এজাহার আলীর পুত্র এস এম নজরুল ইসলামের ভাত খাওয়া একটি কাঁসার থালা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে ২৩ জুন রাতে আমার ঘুমান্ত ছেলেকে ডেকে নিয়ে আসে নজরুলের বাড়ি। ডেকে এনে নজরুলের হুকুমে শিবপুর গ্রামের মতিয়ার রহমান, চরগ্রামের মজিবর মোল্ল‍্যা, শিবপুর গ্রামের রুবেল মোল্ল‍্যা ও মাঝিয়াড়া গ্রামের মিলন মোড়ল আমার ছেলেকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। আমার শিশু ছেলে শিহাব হুসাইন (১৩) তার এই অহেতুক চুরির অপবাদ সহ‍্য করতে না পেরে ঐ রাতে বাড়িতে এসে বিষপান করে।

‎মুক্তা খাতুন আরো বলেন, আমি গরিব বলে সংসার পরিচালনা ও ছেলের লেখাপড়ার খরচ যোগাতে ঢাকায় একটি গার্মেন্টস এ চাকরি করি। ঐ রাতে খবর পেয়ে সকালে বাড়িতে পৌছে আমার ছেলের অবস্থার বেগতিক দেখে প্রথমে তালা হাসপাতাল পরে সাতক্ষীরা মেডিকেলে নিয়া যাই। কিন্তু আমার ছেলের অবস্থা পরপর খারাপ হতে থাকলে ওখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। দুঃখের বিষয় ঢাকাতে চিকিৎসা চলাকালীন সময় গত ১৪ জুলাই আমার ছেলে মারা যায়।

‎তিনি আরো বলেন, আমার ছেলের মৃত‍্যুর পরে আমি থানায় যায় মামলা করতে কিন্তু তালা থানার ওসি আমার ছেলের মৃত‍্যুর কোন মামলা নেয়নি। আজ ২১ জুলাই আমি নজরুলকে প্রধান আসামী করে ৫ জনের নামে সাতক্ষীরা আমলী আদালত ( ৩) এ একটি মামলা দায়ের করি। যার মামলা নং ২০৪/২৫। এরপর থেকে আমার প্রতি চলতে থাকে একের পর এক হুমকি ধামকি। নজরুল মাকে ধমক দিয়ে বলেছে যদি মামলা করিস তাহলে তোকে জীবনের ত্বরে শেষ করে ফেলবো। বর্তমানে আমি আমার জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি।

এসময় তিনি একমাএ ছেলে হারানোর শোকে কান্নায় ভেঙ্গে পড়েন এবং তিনি অশ্রুসিক্ত চোখে প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের নিকট তার ছেলে হত‍্যার বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *