সাতক্ষীরায় ৯,৫৫০ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বিড়িসহ গ্রেপ্তার-২
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযানে ৯,৫৫০ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বিড়িসহ দুইজন গ্রেপ্তার হয়েছে।
শনিবার রাতে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা এলাকা থেকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের আব্দুর রহমানের ছেলে শেখ কিবরিয়া মাসুদ সুমন ও কংসধর বসুর ছেলে মন্তোষ বসুকে ওই নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ গ্রেপ্তার করা হয়।
ডিডি সুত্রে জানা যায, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই সাখায়েতুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ গ্রেপ্তার অভিযান চালায়।
আরো জানা যায়, উক্ত ৯,৫৫০ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ির মূল্য অনুঃ ১ লক্ষ ৯১ হাজার টাকা।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।