রূপসায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধ’র্ষ’ণের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রে’প্তা’র
নাজমুল আলম মুন্না: রূপসায় পঞ্চম শ্রেণীর ছাত্রী( ১১)কে ধর্ষণ করার অভিযোগে একই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন, মামলা নং- ১৪।
গ্রেফতারকৃত শিক্ষক খুলনার রূপসা উপজেলার পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ (তুহিন) । সে স্বল্পবাহিরদিয়া গ্রামের মৃত আলী আকবর শেখের ছেলে। শিক্ষার্থীর পিতা থানায় মামলা দায়েরের পর শনিবার রাত ১০টার দিকে নতুনহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রূপসা থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, স্কুল ছাত্রী স্কুলে গেলে তাকে আসামি বিভিন্ন সময় কু প্রস্তাব দিয়ে আসছিল।
গত ১৬ জুলাই ছাত্রী বিদ্যালয়ে টিফিন শেষ করে বাথরুমে গেলে পিছন পিছন প্রধান শিক্ষক বাথরুমে গিয়ে তাকে চাপটে ধরে এবং তাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার জন্য ছাত্রীকে বিভিন্ন হুমকি দেয় এবং যদি সে বলে দেয় তার পরিবারকে তাহলে স্কুল থেকে বাহির করে দিবে বলেও জানায় শিক্ষক। স্কুল ছাত্রীর সাথে জঘন্যতম এই ঘটনা ছাত্রী বাড়িতে এসে তার পরিবারকে জানায়। ধর্ষণের শিকার শিশুটির বাবা কবীর হাওলাদার পেশায় একজন ভ্যানচালক।
মামলার পরপরই থানা পুলিশের এসআই নাজমুল হুদা অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ (তুহিন)-কে সামন্ত সেনা নতুনহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আসামি করে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
শিশুটি শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে।