বনবিভাগের অভিযানে পশ্চিম সুন্দরবন থেকে হরিণ ধরার ফাঁদ উদ্ধার
ইসমাইল হোসেন, শ্যামনগর: পশ্চিম সুন্দরবনে বন বিভাগের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে হরিণ শিকারের ২৬১ টি ফাঁদ।
শুক্রবার (১৮ জুলাই) বেলা ১২ টায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের কদমতলা ফরেষ্ট ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা সোলায়মানের নেতৃত্বে এ্যাটেস্ট সাকিব হোসেনসহ বন বিভাগের কর্মচারী এবং সিপিবির সদস্যদের যৌথ অভিযানে সুন্দরবনে পালো কাটির সাইট খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনের ভেতরে কিছু ফাঁদ পাতা অবস্থায় এবং তাদের ব্যবহৃত নৌকায় লুকিয়ে রাখা ফাঁদগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো চোরাশিকারিকে আটক করা সম্ভব হয়নি।
পশ্চিম সুন্দরবন কদমতলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা সোলাইমান বলেন, চোরাশিকারিরা হরিণ শিকারের জন্য বনে বিভিন্ন ধরনের ফাঁদ পাতে। আমারা গোপন সংবাদের ভিত্তিতে তারই সুত্র ধরে পালো কাটি সাইট খাল এলাকায় অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা সুন্দরবনের ভিতরে পালিয়ে গেলে আমরা এক রাউন্ড ফাঁকা গুলি করি। এবং চোরা শিকারিদের কাজে ব্যবহারিত একটি ডিঙ্গি নৌকা, নৌকায় রান্না করা হাঁড়িতে ভাত, একটি দা, কিছু চাউল, তাদের ব্যবহৃত জামা কাপড় সহ হরিণ ধরার ২৬১ পিছ ফাঁদ উদ্ধার করা হয়। কাউকে আটক করা সম্ভাব হয়নি। তবে হরিণ শিকারের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে তিনি জানান ।