কালিগঞ্জে পরিবেশ রক্ষায় ব্যবসায়ীদের মাঝে বিকল্প ব্যাগ বিতরণ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে পলিথিনের ক্ষতিকর প্রভাব রোধে বাজার ব্যবসায়ীদের মাঝে বিকল্প ব্যাগ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে পরিবেশবাদী সংস্থা “রূপান্তর” এর আয়োজনে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া এবং সঞ্চালনায় ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন, “পলিথিন শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতির কারণ। এর পরিবর্তে কাপড় বা চটের ব্যাগ ব্যবহার করে আমরা পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে পারি।
তিনি আরও জানান, রূপান্তরের পক্ষ থেকে সরবরাহকৃত ব্যাগ ব্যবসায়ীরা ক্রেতাদের মাঝে বিনামূল্যে বিতরণ করবেন এবং তাদের উৎসাহিত করবেন পুনরায় ওই ব্যাগ ব্যবহার করে বাজার করতে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেনার খালিদ নাবিব, উপজেলা রূপান্তরের আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব মারুফ হোসেন। তাঁরা বলেন, ব্যবসায়ীরা যদি নিয়মিত সচেতনতা তৈরি করেন, তাহলে এই ছোট উদ্যোগ এক সময় বৃহৎ সামাজিক আন্দোলনে রূপ নেবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বাজার থেকে আগত ৩০ জন ব্যবসায়ীর হাতে পরিবেশবান্ধব ব্যাগ তুলে দেওয়া হয়। উপস্থিত ব্যবসায়ীরা এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে পলিথিন বর্জনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।