শহিদ আসিফ হাসানের কবর জিয়ারত করলেন এনসিপির নেতারা
স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্ট ছাত্রজনতার আন্দোলনে সাতক্ষীরার প্রথম শহিদ আসিফ হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দ।
শুক্রবার বিকাল আসর বাদ শহিদ আসিফের পারিবারিক কবরস্থানে তারা পৌছে দোয়া করেন। এসময় শহীদ আসিফ এর বাবা মাহমুদ আলম ও ছোট ভাই রাকিব হাসান উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সাতক্ষীরা জেলার প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলুর নেতৃত্বে যুগ্ম-সমন্বয়ক শেখ আহসান উল্যাহ, সদস্য সিএম নাজমুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা দেবহাটার আস্কারপুরে পৌছে দোয়ায় অংশ নেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা এবং দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ দিনভর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে যান এবং শহীদ আসিফ হাসানের জন্য দোয়া করেন।