কালিগঞ্জের বাঁশতলা বাজারে স্বাস্থ্য পরীক্ষার পর নিরাপদ গরু জবাই, বাড়ছে আস্থা
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে গরু জবাই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, যা নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৬টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দের সার্বিক তত্ত্বাবধানে সরকারি এআই টেকনিশিয়ান শেখ ইমরানুল ইসলাম প্রতিটি গরুর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় সনদ প্রদান করেন।
তিনি জানান, “নিরাপদ ও ভেজালমুক্ত মাংস সরবরাহ নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে প্রতিটি গরু পরীক্ষা করি। এতে করে জনগণ সুস্থ ও মানসম্মত মাংস পাচ্ছে। ওইদিন স্বাস্থ্য পরীক্ষার পর বাজারের একজন ব্যবসায়ী আব্দুল ওয়াহাবকে স্বাস্থ্য সনদ প্রদান করা হয় এবং গরু জবাইয়ের অনুমতি দেওয়া হয়।
বাজারের ব্যবসায়ীরা জানান, এ ধরনের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে গরু জবাই হওয়ায় ক্রেতাদের মধ্যে নিরাপত্তা ও আস্থা বেড়েছে। বাজার কমিটির পক্ষ থেকেও এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে এবং অনুরোধ জানানো হয়েছে যেন প্রতিটি বাজারেই এই ধরনের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা চালু থাকে।
এটি একটি সচেতনতা বৃদ্ধিকারী উদ্যোগ হিসেবে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।