ধুলিহর কোমরপুরে দোকানের টিনশেড কেটে চুরি
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর কোমরপুর ফুটবল মাঠের দক্ষিণ পাশে একটি ভ্যারাইটিজ দোকানে টিনশেড কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরেরা নগদ টাকাসহ ২০ হাজার টাকা ও কীটনাশক, ইলেকট্রিক ও হার্ডওয়ারের এবং মুদিখানার বিভিন্ন প্রকারের ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
১৫ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ৯ টার দিকে দোকানের শার্টারে তালা লাগিয়ে বাড়িতে চলে যান দোকানের মালিক ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত কোফিল উদ্দিনের ছেলে মইনুল হক। পরদিন ১৬ জুলাই সকাল ৮ টার দিকে দোকানে গিয়ে শার্টার খুলে দেখেন ভিতরে মালামাল ছড়ানো ছিটানো, ক্যাশ বাক্স ভাঙ্গা, চালের টিন কাটা। মালামাল বুঝ করে দেখতে পান বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ,মুদি মালামাল , কীটনাশক, হার্ডওয়ার, ইলেকট্রনিক্স বিভিন্ন জিনিসপ্র যার মূল্য অনুমান ৫০-৬০ হাজার টাকা এবং বাক্সে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে।