জুলাই অভ্যুত্থান বিজয়ে সাতক্ষীরায় প্রথম বর্ষপূর্তি উদযাপনে ছাত্রদলের কর্মসূচী
স্টাফ রিপোর্টার: জুলাই আগস্ট এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশী জনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাসব্যাপী নানান কর্মসূচি ঘোষণা করেছে।
এর অংশ হিসাবে ১৬ই জুলাই শহীদ আবু সাঈদ এবং শহীদ ওয়াসিম আকরাম সহ জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সারা দেশের মহানগর ও জেলায় স্মরন সভার কর্মসূচি ঘোষনা করেছে।
উক্ত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে
১৬ ই জুলাই শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিম আকরাম সহ জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদ দের স্মরণে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৈরী আবহওয়ার কারনে সাতক্ষীরা নিউমার্কেট এ বিকাল ৫ টার পরিবর্তে সন্ধ্যা ৭:৩০ মিনিটে নিউ মার্কেটটস্থ নোঙ্গর একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান এর সভাপতিত্বে এবং সাতক্ষীরা শহর ছাত্রদল সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক ইমরান হোসেন রাজা, তুহিনুর রহমান তুহিন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, শহর ছাত্রদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক হেলাল হোসেন, যুগ্ম আহবায়ক ছোট বাবু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কুরাইশী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল এর সভাপতি মাসুদুল আলম, সিটি কলেজে ছাত্রদল এর সভাপতি হেদায়েত কবির হৃদয়, সিনিয়ার সহ-সভাপতি মো ইকবাল হোসেন, ডে নাইট কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, আহছানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের আহবায়ক মো আমিনুর রহমান, শহর ছাত্রদল নেতা নাফিজ আহমেদ, পৌর ২নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি নাদিম, সহ সভাপতি বিল্লালসহ ছাত্রনেতা নাহিদ হাসান, সাইদুর রহমান।
উপস্থিত নেতৃবৃন্দ সকল শহীদদের স্মরন শ্রদ্ধা ভরে স্মরন করেন এবং সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠান করেন। সমগ্র দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আহ্ছানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদল এর আহবায়ক হাফেজ আমিনুর রহমান।