অপরাধতালাসাতক্ষীরা জেলা

চাঁদা দিতে অস্বীকার করায় তালায় সাংবাদিকের পিতাকে মারপিট

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালায় চাঁদার টাকা না পেয়ে সুনীল চক্রবর্তী (৬৫) নামে এক সাংবাদিকের পিতাকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে নাজমুল হোসেন রানা নামে বহিষ্কৃত এক নেতার বিরুদ্ধে। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার হাজরাকাটি বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। সর্বশেষ গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সুনিল চক্রবর্তী তালা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক তপন চক্রবর্তীর পিতা ও  হাজরাকটি এলাকার একজন আদর্শ কৃষক। বর্তমানে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত মাদককারবারী নাজমুল হোসেন রানা উপজেলার হাজরাকাটি এলাকার রাজ্জাক সরদারের পুত্র ও খলিলনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

ভুক্তভোগী সাংবাদিকের পিতা সুনীল চক্রবর্তী জানান, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে  শেখ হাসিনা  ভারতে পালিয়ে গেলে ছাত্রদল নেতা পরিচয়ে রানা বেপরোয়া হয়ে ওঠে। এমনকি উপজেলা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের নাম ব্যবহার করে গত কয়েক মাস যাবত এলাকায় গড়ে তুলেছে মাদক সেবন ও চাঁদাবাজদের অভয়ারণ্য।

তিনি অভিযোগ করেন, সাংবাদিকতার পাশাপাশি তার পুত্র ঠিকাদারি করে আসছেন দীর্ঘদিন যাবত। এছাড়াও তারা সাধারণ সংখ্যালঘু পরিবারের হওয়ায় গত কয়েকমাস যাবত রানা নামের ওই চিহ্নিত মাদককারবারী তাদের থেকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে অর্থনৈতিক সুবিধা নিয়ে আসছিল। সর্বশেষ দু’ দিন তার ছেলে তপন বাড়িতে না থাকায় ওই বহিষ্কৃত এ নেতা তার কাছে মাদক সেবনের টাকা দাবি করলে তিনি অপারগতা প্রকাশ করেন। ওইদিন ১৪ জুলাই সন্ধ্যায় তিনি বাড়ির পাশ্ববর্তী হাজরাকাটি বাজারে এলে রানার নেতৃত্বে দুর্বৃত্তরা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। ওই রাতেই তিনি ছেলে তপনকে নিয়ে ঘটনার বিষয়ে তালা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ থানায় অভিযোগ দায়েরের বিষটিকে কেন্দ্র করে বুধবার সকালে তিনি বাড়ির পাশ্ববর্তী হাজারকাটি বাজারে গেলে রানার নেতৃত্বে তাকে বেধড়ক পেটাতে থাকে ও অভিযোগ কেন করলো সে বিষয়ে জানতে চায়। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, মাদক সংক্রান্ত বিষয়ে নাজমুল হোসেন রানার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়াও সে হাজারকাটি গ্রামের  লুৎফর শেখ, পল্টু শেখ, মেহেরুল সরদারের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবী করে আসছিল। এমনকি চাঁদার টাকা না পেয় তাদেরকেও সে মারপিট করে। যদিও তার আগেই মাদককান্ডে জড়িত থাকার দায়ে বখে যাওয়া এ মাদককারবারীকে বহিষ্কার করে ছাত্রদলের সংশ্লিষ্ট ওই কমিটি।

বিস্তারিত জানতে বহিষ্কৃত এ নেতার ব্যবহৃত মোবাইল নম্বরে একধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল না রিসিভ করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাইনুদ্দীন জানান, লিখিত অভিযোগ পেয়েছেন ঘটনার তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনে আশ্বস্ত করেছেন তিনি।

সর্বশেষ এমন পরিস্থিতে সাংবাদিক তপনের পরিবারসহ স্থানীয় ভুক্তভোগীরা জীবনের চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন দাবি করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *