অনলাইনরাজনীতিলিডসদরসাতক্ষীরা জেলা

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

গাজী হাবিব: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জামায়াত-শিবির-এনসিপির অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫জুলাই) বিকেল ৫ টায় সাতক্ষীরা সঙ্গীতা মোড়ে সাতক্ষীরা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ উপলক্ষে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কবির।

সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, সিনিয়র যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মহাসিন আলম, হাসান মাহমুদ বাচ্চু, মঞ্জুরুল মোর্শেদ মিলন, কলারোয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম, শেখ রাশিদুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সরোয়ার, সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন ডাবলু, জাকির হোসেন আফিল প্রমূখ।

বক্তারা এসময় হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আমাদের প্রানপ্রিয় নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন তারেক রহমানের নামে যদি আর একটি অপপ্রচার চালানো হয় তবে এর সমুচিত জবাব দেয়া হবে। সাতক্ষীরার মাটি বিএনপির ঘাটি। এখানে কোন রকম অপতৎপরতা বরদাশত করা হবে না।

সমাবেশ শেষে বিভিন্ন স্লোগান সম্বলিত একটি মিছিল বের হয়ে সাতক্ষীরার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে দেয়া ‘জামায়াত শিবিরে আস্তানা এ বাংলায় রাখবো না, দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার, জামায়াতের আস্তানা গুঁড়িয়ে দাও পুড়িয়ে দাও, শিবিরের আস্তানা গুঁড়িয়ে দাও পুড়িয়ে দাও, এনসিপির আস্তানা এ বাংলায় রাখবো না, এনসিপির দুই গালে, জুতা মারো তালে তালে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান আসছে মা মাটি কাঁপছে সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরার রাজপথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *