ঘুষকাণ্ডে কালিগঞ্জ থানার সাবেক ওসি মামুনুর রহমান প্রত্যাহার
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার সাবেক ওসি মামুনুর রহমানসহ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ছয় পুলিশ সদস্যকে ঘুষ গ্রহণের অভিযোগে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃতদের মধ্যে রয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়াসহ আরও চারজন।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ে তাঁদের নতুনভাবে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, গত ৩ জুলাই মহাসড়কে টহলরত পুলিশের একটি দল সিলেট থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে। অভিযুক্তরা ভ্যানটিতে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করেন। বিষয়টি সম্প্রচারিত হয় একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে।
ঘটনার পরিপ্রেক্ষিতে হাইওয়ে পুলিশ তড়িৎ ব্যবস্থা নেয় এবং ছয়জনকে সরিয়ে নেয়। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্তমানে দায়িত্ব পালন করছেন এসআই মো. সজীব মিয়া। তিনি জানান, “অভিযোগের ভিত্তিতে পূর্ববর্তী সদস্যদের প্রত্যাহার করা হয়েছে, আমি নতুন করে দায়িত্ব নিচ্ছি।”
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, “ঘটনার তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পেয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।