সুন্দরবন প্রেসক্লাবের দ্বিতল ভবনের কাজ উদ্বোধন
মোঃ ইসমাইল হোসেন, শ্যামনগর: সুন্দরবন প্রেসক্লাবের দ্বিতল ভবনের কাজ উদ্বোধন করা হয়েছে। রবিবার( ১৩ জুলাই)সকাল ১০ টায় সুন্দরবন প্রেসক্লাবের সিঁড়ির কাজের মধ্য দিয়ে দ্বিতীয় তালার কাজের শুভ উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন।
সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন বলেন সুন্দরবন প্রেসক্লাব হলো প্রকৃত সাংবাদিকদের আশ্রয়স্থল।সকল সাংবাদিকদের সাথে নিয়ে সুন্দরবন প্রেসক্লাবের উন্নয়ন অবকাঠামো এগিয়ে নিয়ে যাওয়া হবে। এখানে বহিরাগত সাংবাদিকদের থাকার ব্যবস্থার জন্য গেস্ট হাউস করা হচ্ছে।
সুন্দরবন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন সুন্দরবন প্রেস ক্লাবটি একটি নিরপেক্ষর জায়গা আমরা সাংবাদিকদের সাথে নিয়ে এক সাথে কাজ করবো।