অনলাইনআইন আদালতসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন হয়েছে। বিচার প্রার্থী ও সাধারণ জনগণের সুবিধার্থে আদালতে নিচতলায় প্রবেশ মুখে তথ্য সেবা কেন্দ্র চালু হয়েছে ।আজ ১৩ই জুলাই (রবিবার) বিকালে তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করেন সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুদ্দীন।

এসময় তিনি বলেন বিচার প্রার্থী ও সাধারণ জনগণের আদালতের সকল তথ্য অবগতির জন্য ডিজিটাল মনিটর ব্যবস্থা করা হয়েছে। কোন আদালত কোন কক্ষে এবং বিচারকের নাম সহ সকল তথ্য দেওয়া হয়েছে। এছাড়াও একজন সরকারী থাকবে তার কাছ থেকে সকল তথ্য পাওয়া যাবে।

এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সকল বিচারক ও বেঞ্চ সহকারী সহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।

তথ্য ও সেবা কেন্দ্রের সুবিধা দেখে আদালত প্রাঙ্গনে উপস্থিত বিচার প্রার্থীরা অনেক খুশি হয়েছে। বিচার প্রার্থীদেরকে আর এজলাসের কক্ষ খুঁজতে ও বিভিন্ন তথ্য পেতে বিড়ম্বনায় পড়তে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *