কালিগঞ্জে গুণের লড়াইয়ে এগিয়ে সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার এসএসসি ২০২৫ ফলাফলে গুণগত মানের শীর্ষে উঠে এসেছে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯১.৮ শতাংশ পাস আর ২৪ জনের জিপিএ ৫, জিপিএ ৫ অনুপাত প্রায় ২৪.৭ শতাংশ।
দ্বিতীয় স্থানে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়, ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯.৩ শতাংশ পাস আর ১৪টি জিপিএ–৫ (১৬.৭ শতাংশ), আর তৃতীয় স্থানে উজ্জীবনী ইনস্টিটিউট, ৫৬ জনের মধ্যে ৮৭.৫ শতাংশ পাস আর সর্বোচ্চ অনুপাতের ২৫ শতাংশ জিপিএ ৫ (১৪ জন)। চতুর্থ স্থানে আছে ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ শতাংশ পাস আর ১৯টি জিপিএ ৫, আর পঞ্চম স্থানে নলতা মাধ্যমিক বিদ্যালয় সবচেয়ে বড় অংশগ্রহণকারী ৩১৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭৬.১ শতাংশ পাস এবং উপজেলায় সর্বাধিক ৩২টি জিপিএ ৫ অর্জন করে।
উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের এই লড়াইয়ে সবশেষে আলোচনার আড়াল থেকে ভিন্ন আলোয় ধরা পড়েছে মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ৫০ জন পরিক্ষায় অংশ নিয়ে ৯৬ শতাংশ পাস এবং ৬টি জিপিএ ৫, আর ছোট্ট পরিসরের মধ্যেও উপজেলার সর্বোচ্চ ৯৭.৫ শতাংশ পাস করিয়ে নীরবে কৃতিত্বের গল্প লিখেছে বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়। গাণিতিক হিসাবের বাইরে এই অর্জনগুলোতে মিশে আছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকের আশা, অধ্যবসায় আর স্বপ্নের নিঃশব্দ লড়াই।