Uncategorized

সাতক্ষীরায় এনসিপি’র পদযাত্রা কর্মসূচির নিউজ কাভারেজ দিতে গিয়ে ১২ সাংবাদিক অসুস্থ

এম এ মান্নান: সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পদযাত্রা কর্মসূচির নিউজ কাভারেজ দিতে গিয়ে প্রচন্ড গরমে প্রায় ১২ জন সাংবাদিক গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। এদেরকে তাৎক্ষণিক সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। অসুস্থ সাংবাদিকরা হলেন যমুনা টিভি’র জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, এখন টিভির জেলা প্রতিনিধি আহসান রাজিব, ইব্রাহিম খলিল, এটিএন টিভির ক্যামেরা পারসন ইয়ারুল ইসলাম, নিউজ ২৪ এর মনিরুল ইসলাম মনি, দৈনিক পূর্ব দিগন্তের গাজী হাবিব, আলোকিত সকালের জাহাঙ্গীর সরদার, মাসুদ রানা, সাংবাদিক ইদ্রিস, এস এ টিভির ক্যামেরা পারসন জাকির, নাহিদসহ প্রায় ১২-১৪ জন অসুস্থ হয়ে পড়ে।

স্থানীয় সাংবাদিকরা জানান, প্রোগ্রাম স্থানে কোন ছায়া বাতাসের ব্যবস্থা ছিল না।সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত একটানা রোদ্র আর প্রচন্ড গরমে তারা হিটস্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে।

সাংবাদিকরা আরো জানান, জাতীয় নাগরিক পার্টি, সাতক্ষীরার আয়োজিত আজকের প্রোগ্রাম ছিল দায়সারা, অগোছালো। কোন পরিকল্পনা ছাড়াই জুলাই আন্দোলনের নায়কদের সাতক্ষীরায় আনা হয়েছে।

এমনকি কেন্দ্র থেকে যারা এসেছেন তারা ১৫-২০ মিনিট সর্বোচ্চ স্টেজে ছিলেন। কারণ, স্টেজে বসার পরিবেশ ছিল না। মাথার উপর তিব্র রোদের তাপ, কয়েক মিনিট দাঁড়িয়ে থাকা মুশকিল। হাসনাত আব্দুল্লাহ্ বক্তব্য পর্যন্ত দেননি, গরমে পরিস্থিতি এতটাই বেসামাল ছিল। সারজিস আলম উপস্থাপনার মধ্যে ২-৪ লাইন কথা বলেছেন। নাহিদ ইসলাম বক্তব্য শেষ করেছেন। এক কথায় রোদের খরতাপে সেখানে থাকাই ছিল মুশকিল।

এরপর হাজারো শিক্ষার্থীরা ছিলেন। মাথার উপরে প্রখর রোদ, চারপাশের মানুষ ঘামে ভেজা। পরিস্থিতি ব্যাপক খারাপ ছিল।তবে অসুস্থ সকল সাংবাদিকরা পর্যায়ক্রমের সবাই সুস্থ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *