অপরাধকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে ঘুমন্ত পরিবারকে স্প্রে করে দুর্ধর্ষ চুরি,স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট, আহত ৩

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাশীশ্বরপুর গ্রামে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে অজ্ঞাতনামা ডাকাতদল একটি বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্প্রে প্রয়োগ করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নেয়। এ ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন।

ভুক্তভোগী মোঃ শাহিনুর রহমান (৪৭), তাঁর স্ত্রী মোছাঃ মাসুমা পারভীন (৪০) বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত শাহিনুরের মা নুরনেছা খাতুন (৭৫) বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

পরিবারের সদস্যরা জানান, রাত ১১টা থেকে ভোর ৩টার মধ্যে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং ঘুমন্ত সবাইকে অচেতন করার জন্য স্প্রে প্রয়োগ করে। অজ্ঞান অবস্থায় পরিবারের সদস্যদের রেখে তারা ঘরের আলমারি ও ট্রাঙ্ক ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার (৩টি রুলি, ২টি আংটি, ১টি চেইন ও ১টি হার) এবং নগদ ৮৩ হাজার টাকা লুট করে নেয়।

মাসুমা পারভীন জানান, আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। জেগে দেখি সবকিছু তছনছ, শরীর ভীষণ খারাপ লাগছিল। ডাকাতরা সব নিয়ে গেছে। আমরা আতঙ্কে আছি।

নুরনেছা খাতুন বলেন, এত ভয় জীবনে পাইনি। এখনো শরীর ভালো লাগছে না।

স্থানীয়দের ভাষ্য, এত বড়সড় ডাকাতির ঘটনা সম্প্রতি এলাকায় ঘটেনি। বিষয়টি সবাইকে আতঙ্কিত করেছে।

এ বিষয়ে থানায় অভিযোগ করেছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *