অনলাইনতালাসাতক্ষীরা জেলা

তালায় কপোতাক্ষ নদের ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে ইউএনও দীপা রাণী সরকার

সেকেন্দার আবু জাফর বাবু , তালা: তালা উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া ও বালিয়া অঞ্চলে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন ।

গত কয়েক দিনের অতি বৃষ্টিতে তালা উপজেলার তেতুলিয়া, খেশরা, খলিসখালী ইউনিয়নের নিন্মাঞ্চল তলিয়ে যায়। অতিবৃষ্টির কারণে কপোতাক্ষ নদের পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে এসব এলাকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে।

খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক এস এম লিয়াকত হোসেন, ইউপি সদস্য আনিছুর রহমান, মোঃ ওবায়দুর রহমান মিঠু, মঙ্গল চন্দ্র মন্ডল, সামছুর রহমান, বিল্লাল হোসেন, সামসুল হুদা পল্টু, সিদ্দিকুর রহমান, ইউপি সদস্যা তাছমিন আক্তার, রমিছা বেগম মনিষা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ শতাধিক নারী পুরুষ এসময় উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, আমরা সেচ্ছা শ্রমে সকাল থেকে বেড়ীবাঁধ সংস্কারের চেষ্টা করছি। তবে এটা যথেষ্ট নয়, জরুরী ভিত্তিতে সরকারী ভাবে উদ্যোগ না নিলে যে কোনো মুহূর্তে বেড়ীবাঁধ ভেঙ্গে যেতে পারে। এই বাঁধ ভেঙ্গে গেলে ডুমুরিয়া, খেশরা, শাহজাতপুর সহ প্রায় ১০ টি গ্রাম পানিতে তলিয়ে যেতে পারে বলে জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট সকল কে সাথে নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *