অনলাইনকালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে বিএনপির সদস্যপদ নবায়নের যাচাই-বাছাই কার্যক্রম শুরু: তৃণমূলে ব্যাপক সাড়া

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্যপদ নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে ফরম যাচাই-বাছাই শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সারাদিনব্যাপী এই কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

ফরম যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করে সার্চ কমিটি। এতে উপজেলার বিষ্ণুপুর, দক্ষিণ শ্রীপুর, কৃষ্ণনগর, কুশুলিয়া, মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুর ও মৌতলা ইউনিয়নের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ আসনের টিম প্রধান তাসকিন আহমেদ চিশতী, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা সদস্য হাবিবুর রহমান হবি, তারিকুল হাসান, শের আলী এবং কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান ও সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, শাহাজান আলী, জাসাস নেতা মুরশিদ আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুল্লাহ, বিএনপি নেতা সফির উদ্দীন সবুজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, এই কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন আরও গতিশীল হবে এবং আগামী দিনে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলেই তারা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *