কালিগঞ্জে বছর পূর্ণ করলেন এসিল্যান্ড অমিত কুমার বিশ্বাস
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: প্রশাসনের ছকের বাইরে গিয়ে জনমানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া একজন তরুণ কর্মকর্তা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। সততা, মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের গুণে তিনি হয়ে উঠেছেন স্থানীয় প্রশাসনের এক অনন্য দৃষ্টান্ত।
গত ৪ জুলাই তার এ কর্মস্থলে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হয়েছে। এই এক বছরে নিয়মতান্ত্রিক প্রশাসনিক কাজের বাইরেও তিনি জনগণের জন্য নানা উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করেছেন।
ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে তাঁর দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপ, জনবান্ধব মনোভাব ও নিরলস উপস্থিতি ভূমি অফিসকে জনগণের কাছে বিশ্বাসযোগ্য ও সহানুভূতিশীল প্রতিষ্ঠানে রূপ দিয়েছে। নিয়মিত পরিচালিত হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ’, মোবাইল কোর্ট, অবৈধ দখল উচ্ছেদ এবং অনলাইন সেবাপদ্ধতির উন্নয়ন কার্যক্রম। দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান অত্যন্ত কঠোর ও প্রশংসনীয়।
অমিত কুমার বিশ্বাস শুধু প্রশাসনিক কাজে সীমাবদ্ধ নন, বরং সমাজ উন্নয়নের প্রতিটি সম্ভাবনাময় ক্ষেত্রেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। শিক্ষা, পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তিনি নিয়মিত স্কুল-কলেজে গিয়ে তরুণদের মধ্যে নেতৃত্বের বীজ বপন করছেন। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মানবিকতা জাগাতে তিনি কথা বলেন, অনুপ্রাণিত করেন।
অফিসের বাইরে গিয়েও যেকোনো সাধারণ মানুষ তাঁর কাছ থেকে সহযোগিতা পান, পান সহমর্মিতার আশ্বাস। তাঁর নেতৃত্বে কালিগঞ্জে ভূমি ব্যবস্থাপনায় এসেছে কাঙ্ক্ষিত স্বচ্ছতা ও কার্যকর জবাবদিহিতা।