কালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পাশের হার ৯৬%

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মিলনী মাধ্যমিক বিদ্যালয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় আবারও প্রমাণ করেছে তাদের সাফল্যের ধারাবাহিকতা। চলতি বছরের ফলাফলে বিদ্যালয়টির পাশের হার দাঁড়িয়েছে ৯৬ শতাংশ।

বিদ্যালয়ের মোট ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন কৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে ৬ জন পেয়েছেন জিপিএ ৫ (A+), ২০ জন A গ্রেড, ১৮ জন A- এবং ৪ জন B গ্রেড অর্জন করেছেন। শুধু ২ জন পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।

জানা গেছে, জিপিএ ৫ প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ২ জন এই কৃতিত্ব অর্জন করেছেন। ফল প্রকাশিত হয় বৃহস্পতিবার (১০ জুলাই)।

চম্পাফুল কেন্দ্রের আওতায় মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রথম, উপজেলায় এ বছর ফলাফলে শীর্ষ স্থান না পেলেও দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য জানান, ২০২৪ সালে বিদ্যালয়টি উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিল এবং ২০১৯ সালেও একই কৃতিত্ব দেখায়। ২০২২, ২০২৩ ও ২০২৪—এই তিন বছরে যশোর বোর্ড থেকে মোট ১৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে।
২০১৮ সালে ৫৭ জনের মধ্যে ৫৭ জন, ২০১৯ সালে ৫৬ জনের মধ্যে ৫৪ জন, ২০২০ সালে ৬৫ জনের মধ্যে ৬১ জন, ২০২১ সালে ৫২ জনের মধ্যে ৫০ জন, ২০২৩ সালে ৬৫ জনের মধ্যে ৫৯ জন, ২০২৪ সালে ৬৯ জন শিক্ষার্থীদের মধ্যে ৬৯ জন শিক্ষার্থী শতভাগ কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করে।

এছাড়া ২০২৩ এবং ২০২৪ সালে প্রধানমন্ত্রীর তহবিল থেকে উপবৃত্তি পায় ৩+ ৩ = ৬ জন শিক্ষার্থী।

প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অভিনন্দন প্রিয় ছাত্র-ছাত্রীরা। শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, তোমাদের আলোকিত মানুষ হতে হবে।

তিনি আরো বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *