কলারোয়ার গয়ড়া বাজারের রাসেল ফার্মেসীতে টাস্কফোর্স অভিযান: ২০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাধীন গয়রা বাজারে ঔষধের ফার্মেসীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের দিক নির্দেশনায় কলারোয়া উপজেলার গয়ড়া বাজার এলাকার ঔষধের ফামের্সীতে বিজিবি, ঔষধ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে এ টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে কলারোয়ার গয়ড়া বাজার এলাকার কিছু অসাধু ব্যবসায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন কলারোয়ার এসিল্যান্ড রিয়াজ উদ্দিন আহমেদ। এসময় বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, সাতক্ষীরার ঔষধ প্রশাসনের পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন এবং ০৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ বা মেয়াদ উত্তীর্ণ তারিখের পর কোন ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর (খ) ও (গ) ধারা মোতাবেক মেসার্স রাসেল ফার্মেসী এর মালিক মোঃ কবিরুল ইসলামকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।