তালাসাতক্ষীরা জেলা

তালায় জলাবদ্ধ এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা সরকার

সেকেন্দার আবু জাফর বাবু, তালা: তালা উপজেলার তেতুলিয়া, খলিলনগর, খলিসখালী, খেশরা সহ কয়েকটি ইউনিয়নের নিন্মাঞ্চল কয়েক দিনের ভারি বর্ষনে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। ভেসে গেছে শত শত বিঘা মাছের ঘের, ধানের বীজতলা, ফসলের ক্ষেত। মুছে গেছে কৃষক ও শ্রমজিবী মানুষের স্বপ্ন। এসব অঞ্চলে মানুষের দূর্দশা লাঘবের জন্য তালায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার যোগদানের পরের দিনই মূসলধারে বৃষ্টির মধ্যে তালা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দীন ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন কে সাথে নিয়ে দূর্গত এলাকায় ছুটে যান। এসময় তিনি ভূক্তভোগী জনসাধারণের সাথে কথা বলেন। কয়েকটি বাড়ির উঠানের পানি সরানোর জন্য ছোট নালা কেঁটে পাইপ বসানোর ব্যবস্থা করেন।

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনি, লাউতাড়া, সুভাষিণী ও নওয়াপাড়া এলাকার জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন তিনি। তার এই কর্ম চাঞ্চল্যে জলাবদ্ধ এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম মনু সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এই মূষলধারে বৃষ্টির মধ্যে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার আমার নির্বাচনী এলাকা পরিদর্শনে এসেছেন এজন্য ইউনিয়ন বাসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দীন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন কে ধন্যবাদ জানাই এই ইউনিয়নের মানুষের দুঃখ কষ্ট দেখতে আসার জন্য।

তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে আগামীকাল নেটপাটা অপসারণ করার জন্য মাইকিং করার নির্দেশ দিয়েছেন। এলাকা থেকে পানি সরানোর জন্য প্লাস্টিকের পাইপ লাগানোর পরামর্শ দিয়েছেন। সে মোতাবেক প্লাস্টিকের পাইপ ক্রয়ের ব্যবস্থা করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী জলাবদ্ধতা নিরসনে যা যা করা লাগে তাই করা হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, ডিসি স্যার আমাকে বলেছেন তালার মূল সমস্যা জলাবদ্ধতা। স্যারও এ সমস্যা সমাধানে খুবই আন্তরিক। তিনি বলেন, জলাবদ্ধতা শুরু হওয়ার আগেই পদক্ষেপ নিতে হবে। আমি তেঁতুলিয়া ইউনিয়নের কয়েকটি এলাকা পরিদর্শন করেছি। পর্যাক্রমে অন্যান্য এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে করণীয় ঠিক করা হবে। চেয়ারম্যান সাহেব কে কয়েকটি স্থানে পাইপ লাগানোর পরামর্শ দিয়েছি এবং নেটপাটা অপসারণের জন্য মাইকিং করতে বলেছি। চেয়ারম্যান সাহেবও খুবই আন্তরিক। আশা করি সকলে মিলেমিশে কাজ করলে এমস্যার সমাধান করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *