তারেক রহমানের আগমন উপলক্ষে কলারোয়ায় প্রস্তুতি সভা
মেহেদী সোহাগ, কলারোয়া: তারেক রহমানের আগমন উপলক্ষে কলারোয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকাল ৪টায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের নিজস্ব বাসভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ২৮ জুলাই তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্ভাব্য আগমন উপলক্ষে আয়োজিত এই সভায় করণীয় নির্ধারণ এবং দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
উপজেলা কৃষকদলের আহবায়ক মাষ্টার মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সময় কলারোয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তৌফিকুর রহমান সঞ্জু , কলারোয়া উপজেলা তাতীদলের আহবায়ক মোঃ আব্দুল জলিল, পৌর যুবদলের সদস্য সচিব মোজাফফর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কারিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দিলু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাইমুর রহমান দোয়েল, কৃষকদলের সদস্য সচিব রুহুল কুদ্দুস, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম বাবলু, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ, তাতীদলের সিরাজ ও আলতাফসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খোকন।
প্রস্তুতি সভা থেকে আগামী রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।