আশাশুনির মরিচ্চাপ নদী থেকে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউশুলি-মাদরা গ্রামের মাঝে স্লুইস গেট সংলগ্ন মরিচ্চাপ নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়।
পুলিশ জানায়, আশাশুনির মাদরা গ্রামের ইয়াছিনের বাড়ির নিকটবর্তী মরিচ্চাপ নদীতে একটি মরদেহ দেখতে পেয়ে গ্রাম পুলিশ মাহমুদ হাসান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করেন। মরদেহে পচন ধরায় নারী না পুরুষ শনাক্ত করা কঠিন হলেও হাতে পরিহিত শাঁখা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হিন্দু ধর্মালম্বী মহিলা। মরদেহটি শনাক্তের জন্য চেষ্টা চালান হচ্ছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, মরদেহ উদ্ধারের পর শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।